Health awareness session for Bangladeshi community in Melbourne - মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটিতে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে চিকিৎসকদের উদ্যোগ
Victorian Bangladeshi Community Foundation (VBCF) is organising a 'Health Awareness Session' for Bangladeshi residents on Sunday, 28 July at The Grange School in Hoppers Crossing, west of Melbourne. This session will cover some common public health issues that community should be aware of. Coordinator of this program and public health specialist Dr Muhammad Aziz Rahman speaks to SBS Bangla about this session. - মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটিতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন একটি 'হেলথ এওয়ারনেস সেশনের' আয়োজন করতে যাচ্ছে। এটি অনুষ্ঠিত হবে রোববার, ২৮ জুলাই হপারস ক্রসিঙের দা গ্র্যাঞ্জ স্কুলে । এই সেশনে কিছু সাধারণ জনস্বাস্থ্য বিষয়ক ইস্যু সম্পর্কে কমিউনিটির সদস্যদের অবহিত করা হবে । এই কর্মসূচির কোঅরডিনেটর এবং পাবলিক হেলথ স্পেশালিষ্ট ডঃ মুহাম্মাদ আজিজ রহমান এসবিএস বাংলাকে জানাচ্ছেন এই সেশন সম্পর্কে।