The Diary of Charles Tegart Chapter 1: Writers' Building Attack

Charles Tegart, Head, Detective Department of Police, Kolkata, British India. Mad Balikas attempts to imagine what his memoirs might have been. In this chapter are his recollections of the daring attack on the Writers' Building, his impressions of the trio who carried out the attack: Benoy Bose, Badal Gupta, Dinesh Gupta. Mad Balikas presents "The Diary of Charles Tegart Chapter I: The Writers' Building Attack".বিনয় বোস। বাদল গুপ্ত। দীনেশ গুপ্ত।টেগার্টের রাইটার্স কাঁপানো তিনটে নাম। অলিন্দ যুদ্ধের মত সুইসাইড মিশনে ঢুকেছিল তেইশ থেকে কুড়ির এই তিন তরুণ। তাদের গুলির আওয়াজ আর বন্দে-মাতরম ধ্বনি পৌঁছে গিয়েছিল সাগরপারের ব্রিটিশ পার্লামেন্ট অবধি।তাহলে প্রভুর জবানীতেই না হয় শোনা যাক, কেমন ছিল সেই দিনগুলো? জবানী কাল্পনিক, ঘটনা নয়।শ্রুতিনাটক চার্লস টেগার্টের ডাইরি, প্রথম কিস্তি - রাইটার্স বিল্ডিং অ্যাটাক। শুনলে নিজের ঝুঁকিতে। রাজভক্তি থাকলে আহত হতেও পারেন। গ্যারান্টি দিচ্ছি না কোনও।

2356 232