বাজার মাতাতে এলেন বর্ধমানের 'গান ওয়ালা মিলন কুমার'
ট্রেন এর কামরাই ছিল তার কাছে মঞ্চ। আর যাত্রীরাই ছিলেন শ্রোতা। ভোরে ট্রেন এর বাশি বাজতেই performance এর জন্য তৈরি হয়ে মাইক হাতে ট্রেন এর ভিড় কামরায় গান ফেরি করতে বেরিয়ে যেতেন। সেখানে কখনও তিনি হয়ে উঠতেন কেকে, কখনও কুমার সানু আবার কখনও বা কিশর কুমার।Storyteller : Atanu GhoshAudio Design and Edit : Soumodeep Sikder