সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫০তম জন্মদিন - দাদার দাদাগিরি ৫০ এ
মহারাজা তোমারে সেলাম, বোধহয় এই লাইন টি দিয়েই এই মানুষটিকে বর্ণনা করা সম্ভব। ছেলেটির জন্ম ৮ জুলাই ১৯৭২ সালে কলকাতার বেহালা অঞ্চলে।বাবা ছিলেন চণ্ডীদাস গাঙ্গুলি ও মা নিরুপা গাঙ্গুলি। অনেকেই বলে থাকেন ছেলেটি জন্ম নেয় সোনার চামচ মুখে দিয়ে। কিন্তু সেই ছেলেটি মানুষের মনে জায়গা করে নিজ গুনে।Storyteller : Atanu GhoshAudio Design and Edit : Soumodeep Sikder