Vaccine Race - কোরোনা উপকথা - ২
সারা পৃথিবী যখন কোরোনা অভিশাপের ফলাফল হিসেবে আক্রান্ত, সুস্থ এবং মৃত মানুষের সংখ্যাতত্ত্বের প্রতিযোগিতা করছে তখনো বুক চিতিয়ে লড়ে যাচ্ছে চিকিৎসাবিজ্ঞান । কুর্নিশ সমস্ত স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের । এই সংকটময় সময়ে সবার মনে একটাই প্রশ্ন, কবে আসবে এই কোরোনা ভাইরাসের প্রতিষেধক ? এই প্রশ্নের উত্তর জানতে গিয়ে খোঁজ পাওয়া গেল সারা পৃথিবী জুড়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে শুরু হয়েছে Vaccine Race । এই প্রতিযোগিতা সবশেষে আশীর্বাদ হিসেবে কোরোনা ভাইরাস -এর প্রতিষেধকের আবিষ্কার করুক এবং এই অভিশাপের অবসান হোক, এটাই কামনা করি । সবার আবার ভালো হোক ।