তুমি কবে বাংলা বিসর্জন দেবে ভাবলে ? তোমায়ও তো স্মার্ট হতে হবে নাকি !

পায়ে পায়ে ২০২০ সাল এটা । এটা স্মার্ট হয়ে ওঠার যুগ । যুগের হুজুগ । ফোন অনেক আগেই স্মার্ট হয়েছে, আশেপাশের টেকনোলজি বড্ড স্মার্ট হয়েছে । তা, আমি, তুমি, মানে আমরা কেন পরে থাকবো ? না না না, আমরাও স্মার্ট হচ্ছি ।   স্মার্ট হওয়ার কতগুলো পদ্ধতি খুজে বের করেছি আর নিয়ম করে সেগুলো রপ্ত করছি অনুশীলন করে । সবার প্রথমে যেটা করছি , তা হল , বাংলা ভাষা বর্জন । বাংলা বলা, বাংলায় আলোচনা করা, গান গাওয়া, কবিতা- গল্প লেখা এসব বড্ড সেকেলে আজকালকার বাজারে। স্মার্ট হতে গেলে বাংলা বর্জন করতেই হবে ।   ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান কিম্বা স্প্যানিশ শিখছি। যে যেটা ভেবে নিজেকে স্মার্ট বানাতে চাইছি সেটাই শিখছি । কেউ কেউ আমরা ফটাফট সেসব ভাষা বলছি, লিখছি । কিন্তু ঠিক করে কেন জানিনা , ওই ইংরেজ, ফরাসী কিম্বা জার্মান হতে পারছি না।   বড্ড মুশকিল হল । ইংরেজ জার্মান সাজা হচ্ছে, কিন্তু নকল থেকে যাচ্ছি । এদিকে আমার আসল বাংলা ও বাঙালি ব্যাপারটা আবার বড্ড আন- স্মার্ট । উফফ! মস্ত বিপদ ।   এত্ত কিছু করার পর , আমি না তো, ইংরেজ, না জার্মান, না ফরাসী , না তো এক বিন্দু আসল স্প্যানিশ । উলটে ভেজাল খেয়ে, পরে, শিখে ও সেজে আমি এখন একটা অস্তিত্ব বর্জিত দিশেহারা ভবঘুরে মাত্র ।   যাক গে , কাজের কথায় আসি। তা তুমি কবে বাংলা বিসর্জন দেবে ভাবলে ? তোমায়ও তো স্মার্ট হতে হবে নাকি !

2356 232