আজ আমার সাথে দেখা হয়েছে এক নির্মম হত্যাকারীর । Yes, I met The Killer

রাগে গা জ্বলে যাচ্ছে আমার। কেন জানো? আজ আমার সাথে দেখা হয়েছে এক নির্মম হত্যাকারীর । এই খুনি এক এর পর এক খুন করে চলেছে নির্বিচারে । আরও অবাক কাণ্ড হল যে, সবার চোখের সামনে এই হত্যালীলা চলছে অথচ কেউ কিচ্ছু বলছে না, আটকাচ্ছে না । খুন হয়েই যাচ্ছে একটা করে । কোন বিচার নেই, কোন সাজা নেই তার, নেই তার থেমে যাওয়া, ক্ষান্ত দেওয়া । আজ আমি চাই তোমাদের সাথে সেই খুনির পরিচয় করাতে । বাইরে খুঁজতে হবে না কোথাও তাকে । একদম চোখের সামনে তোমার সবচেয়ে কাছে সে রয়েছে । তোমারই বেশে । কারন তোমার সে হত্যাকারী তুমি নিজে । জনতার ভিড়ে নিজেকে অন্যের সাথে গুলিয়ে ফেলে ইঁদুর দৌড়ে নাম লিখিয়েছ তুমি । এখন নিজস্বতা ভুলে নিজেকে করে তুলতে চেয়েছ অন্য কারো মতো । সেই অনুকরণের নেশায় তুমি হত্যা করছো নিজের স্বপ্ন , নিজের ইচ্ছে কে । একবার নিজেকে প্রশ্ন করার সময় এসেছে তোমার । একবার ভেবে দেখার সময় এসেছে । এই খুনের নেশা থামাতে হবে তোমায় । হ্যাঁ, তুমি সেই যে এই খুনি কে নাশ করতে পারো । নিজে বিনষ্ট হওয়ার আগে, রুখে দাও এই ঘৃণ্য হত্যাকারীকে। একবার নিজেকে ভালবেসে দেখ । "সময় এসেছে " সৃষ্টিশীল লক্ষ্যভেদী উন্মাদ" হওয়ার । যে উন্মাদনা তোমায় তোমার নিজের সাথে পরিচয় করাবে । তখন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটির সাথে তোমার আলাপ হবে । সেও তুমি ।" এবার কাকে আপন করবে? আর কাকে নাশ করবে ? কে হবে সঙ্গী তোমার ? "খুনি" তুমি? নাকি ! "সর্বশ্রেষ্ঠ মানুষ" তুমি ? ভাবো , একটু ভাবো । তুমি এখনও মৃতদেহ নয় বন্ধু !! Read the Article here : http://bit.ly/36XwK49 Subscribe to: https://www.planetdb.online/, Please subscribe to the Podcast for upcoming episodes.

2356 232