আমার জন্মভূমি | Amar Jonmobhumi | Flautista Bipra and Friends | ft. Durbadal

চারপাশটা তাকিয়ে দেখলে মাঝে মাঝে মনে হয় একটা নিকষ কালো অন্ধকার ঘনিয়ে আসছে । একটা কালো অপচেষ্টা যেন গ্রাস করতে উদ্যত এই দেশটাকে । ছলে বলে কৌশলে, নানারকম অভিসন্ধি, যাতে শেষ করে দেওয়া যায় এই দেশটাকে, তার ঐতিহ্য ও গরিমা সমেত । কিন্তু না, কখনও তা সম্ভব হয়নি, কোনদিনও হবে না । এই দেশের মাটিতে এমন এক আন্তরিকতা, এমন একটা টান আছে যা কোনদিন নষ্ট হওয়ার নয় । এই দেশের বন্দনা করে অনেক গান রচিত হয়েছে । তারমধ্যে অন্যতম শ্রেষ্ঠ গান " ধনধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা "। বিপ্র বালা ও তার বন্ধুরা এই গানটি অসামান্য যত্নে ও সম্মানের সঙ্গে উপস্থাপনা করেছেন । গানটিতে গায়ক হিসেবে সুযোগ পাওয়ার জন্য আমি গর্বিত, আনন্দিত ও কৃতজ্ঞ । সকলকে অনুরোধ করবো, নিচের লিঙ্কটি তে ক্লিক করে গানটি শুনবেন এবং দেখবেন । আপনার অনুভূতি comment ও share করবেন দয়া করে । ধন্যবাদ সবাইকে । YouTube Link : https://www.youtube.com/watch?v=i7Rb9yZrZR8 Article Link :  https://www.planetdb.online/post/%E0%A6%86%E0%A6%AE-%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%AD-%E0%A6%AE-amar-jonmobhumi-flautista-bipra-and-friends-ft-durbadal-biswas-dwijendralal-r

2356 232