Sourik Ghosh Hits
আমরা অনেক কিছুই অনুভব করি। কাছের মানুষদের বলতে গিয়েও কিছু কথা বলে উঠতে পারিনা, বা অনেকটা দেরি করে ফেলি। শব্দের জটিলতায় আমরা ভাব হারিয়ে ফেলি। সেই সব কিছু টুকরো টুকরো কথা নিয়ে আমি সৌরিক, আপনাদের জন্য নতুন পডকাস্ট সিরিজ, "বিমূর্ত", নিয়ে এসেছি।